সমাজের অভিভাবক।

 


-ফারহিন ভূঁইয়া ন্যান্সি। 


সমাজের অভিভাবক। 


"একজন অভিভাবকের মত চিন্তা করা 

শিখতে পারলে আপনি একজন মহৎ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবেন। যে ব্যক্তি একজন অভিভাবকের মত অন্যজনের বৈষয়িক বিষয় বা দুর্বিষহ জীবনের সমাধান করে দেয়ার মত মন-মানসিকতা রাখতে পারে এবং সেই মহৎ উদ্দেশ্য হতে অন্যদের দায়িত্ব গ্রহণ করে, নিঃসন্দেহে সে ব্যক্তি একজন ভালো মানুষ এবং জগতের ভালো করার ক্ষমতা রাখে। এভাবে, প্রত্যেকটা ব্যক্তি যদি তার ভেতরে সুপ্ত অভিভাবকত্ব জাগিয়ে তুলতে পারে তবে প্রত্যেকে একেক করে জগতের যাবতীয় সমস্যাবলি সমাধানের দায়িত্ব নিয়ে নিতে পারত আর জগতটা একটা বসবাস উপযোগী সুন্দর পৃথিবীতে পরিণত হতে পারত! কিন্তু, আমাদের মধ্যে অধিকাংশ সুবিধাবাদী এবং ভোগবাদী। আমরা নিজেদেরকে শুধু ভোগমত্তায় নিয়োজিত রাখি যার জন্যে জগতটাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে কারন এই জগতের ভার ভাগ করে নেবার এখন কেউ নাই। কোথাও কোনো মহৎ ব্যক্তির দেখা আমরা আজ আর পাই না, পেলেও কদাচিৎ - রয়ে সয়ে দুয়েকজন তাও সে সংখ্যা গুটিকয়েক। সেই, মহৎ ব্যক্তিরা সামাজিক প্রেক্ষাপটে হয়ে থাকেন নির্বল, শক্তিহীন আর অসহায়, সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে তারা হয়ে থাকেন অসমর্থ্য।যদিও যারা সমাজ পরিবর্তন করার সামর্থ্য  রাখেন তারা আরো বড় সুবিধাভোগী হোন বলে 'সমাজের অভিভাবক' হিসেবে তারা বিবেচিত হোন না। সে মহৎ দায়িত্ব তারা পালনও করেন না।"

Comments

Popular posts from this blog

শিল্পীর মৃত্যু

Deconstructed love

Cyber Colonialism