ধার্মিকতা আর আধ্যাত্মিকতার মধ্যে তফাৎ

 


-ফারহিন ভূঁইয়া ন্যান্সি। 


Difference between 'Religiosity' and 'Spirituality'. 


ধার্মিকতা হলো খোদা ভীরুতা। খোদার সার্বিক শক্তিকে ভয় পেয়ে নিয়তির জন্যে ভিক্ষা করা বা ঈশ্বরের অনুগ্রহ জীবনে পাবার জন্যে, তার দেয়া বিধি-বিধান মেনে চলা। অন্যদিকে, আধ্যাত্মিকতা হইলো সম্পূর্ণ নিজের বিষয় বা বলা চলে আত্মিক বিষয়। নিজের আত্মাকে তুষ্ট রাখার জন্যে যা যা করা হয় তাই আধ্যাত্মিকতা। অর্থাৎ, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে আধ্যাত্মিকতা। কারন, একমাত্র যা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু গ্রহণ করলেই আত্মা সুস্থ থাকে আর আধ্যাত্মিকতা বজায় থাকে। আধিক্যে আধ্যাত্মিকতার রুহ নিঃশেষ হতে থাকে। কাম, লোভ, বাসনা, রাগ, ক্ষোভ, শোককে- নিয়ন্ত্রনে রাখার নাম আধ্যাত্মিকতা,  এখানে ধর্মের কোনো বালাই নেই। একজন অধার্মিকও আধ্যাত্মিক ঘরাণার হইতে পারেন ক্ষেত্রবিশেষে - ধার্মিক আর আধ্যাত্মিক ব্যক্তিকে গুলিয়ে ফেলবেন না এবং ধার্মিকতা, লৌকিকতা আর আধ্যাত্মিকতা নিয়ে পার্থক্য বুঝতে পারা সময়ের দাবী এখন। তফাৎটা, বুঝতে শিখুন। প্লিজ।


Comments

Popular posts from this blog

শিল্পীর মৃত্যু

Deconstructed love

Cyber Colonialism