পদাতিক

 



টাকার চাকায় ঘুরে সম্পর্কের কল, 

মানুষরে হরদম পরখ করে যা দেখলাম-

একমাত্র ঈশ্বর বাদে বাকিরা হামেশা করে দেয় পর! 

মানুষ ভালোবাসে তখনি হায়, 

যখন ভালোবাসার আর দরকার পড়ে না! 

সাক্ষী রইল বিধাতা, সাক্ষী ছিল শতরঙের ডানামেলা 

প্রজাপতিরা, তোমাকে ভুলানোর জন্যে হলেও

খোদ নেমে আসবে ঈশ্বরের বাহক-পদাতিকেরা!

মানব-বন্দনা এখানে, এই জমিরে এখন আর হয়ত সম্ভব না! 



©® ফারহীন ভূঁইয়া ন্যান্সি।


Comments

Popular posts from this blog

শিল্পীর মৃত্যু

Alienation from the Roots, DNA race and Divine Masculinity-femininity: Super-ego and evolution of Moral Justice

Deconstructed love