একটা তুমি

 



আমার একটা তুমির দরকার ছিল, 

অবসন্ন বিকাল উপভোগ করার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

বিষন্ন বেলায় হঠাৎ ঘুরে বেড়ানোর জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

মোবাইলের ভাঙ্গা স্ক্রিণ সারিয়ে দেবার জন্যে, 

আমার একটা তুমির দরকার ছিল,

সজল বিকেলে বৃষ্টির ছন্দে একসাথে ভেজার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

ক্লান্ত রাতে তোমার বুকের'পর মাথা রেখে ওম পাবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

সব না বলা কথাগুলোর বন্ধ কবাট খুলে দেবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

মন খারাপের দিনে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

একান্ত আমার যত্ন নেবার জন্য, 

শুধুমাত্র আমার হবার জন্য, 

আমার একটা তুমির দরকার ছিল, 

হাজার নকলের ভীড়ে সত্যের কিরণ হয়ে

আলোকিত হবার জন্য,

অবিশ্বাসের বহরে বিশ্বস্ত থাকার জন্য, 

আমার মনের সব ভ্রান্ত ধারনা, সব ভুল,

 সব ফিকির দূর করার জন্য,

অথচ, সেই একটা তুমি নেই কোথাও। 

অথচ, সেই আমি একই রকম রয়ে গেলাম-

চির ক্ষত-বিক্ষত!  


©® ফারহীন ভূঁইয়া ন্যান্সি। 



Comments

Popular posts from this blog

শিল্পীর মৃত্যু

Deconstructed love

Cyber Colonialism