নি:স্ব



তোমার থাকা না থাকাটা জুড়ে আপামর শূন্যতা, 

তুমি থাকলেও যা না থাকলেও তা- কিছুই যায় আসে না!

অস্তিত্ব জুড়ে যে ছিল সয়লাব, 

তার অস্তিত্ব আজ বিলীন, 

মেঘেরাও হারিয়ে যায় মেঘের আড়ালে, 

বৃষ্টি হয়ে ক্ষয়ে যায় মেঘের শরীর, 

পৌছে যায় সেখানে যেখান হতে তারা এসেছিল। 

তুমিও চলে গেছ দৃষ্টির অপাশে- 

ক্ষীণ হতে ক্ষীনকায় হতে থাকে স্মৃতিরা, 

অথচ, একটা গোটা দশক জুড়ে শুধু ছিল তোমার বন্দনা,

শাপ হয়ে এখন গর্জে গীর্জাধ্বনি, 

তুমি থাকলেও যা না থাকলেও সে একই কথা, 

ফুরিয়ে গেছে সময় তোমার আমার আমিত্বে,

নি:স্ব প্রেম এখন এ ধরাধাম, এ অযৌক্তিক বিশ্ব কারবারে!

ধরতে গিয়ে না ধরলাম হাতটুকু, 

স্বল্পমেয়াদী ছিল যে পথচলা, 

হাহাকার হয়ে ফিরে আসে পদধ্বনি সে আমারই নিকট! 

নি:স্ব এখানে তুমি, 

নি:স্ব এখানে আমি, 

'আমিত্বের' ঠিকানায় জায়গা হয় না কোনো 'আমাদের', 

এককত্বের বন্দনায় সুর তুলে না যুগলবন্দী!  


©® ফারহীন ভূঁইয়া ন্যান্সি। 



Comments

Popular posts from this blog

শিল্পীর মৃত্যু

Deconstructed love

Cyber Colonialism