কবি ফারহিন আক্তার ভূঁইয়া ন্যান্সি জন্মেছেন মরুভূমির দেশ আমিরাতের ফুজেরার দিব্বা শহরে। বাবা ফজলুল হক ভূঁইয়ার চাকুরি সূত্রে দুবাইতে অবস্থান করেছেন অর্ধেক জীবন। ফারহিন ন্যান্সি , দেশে এসে পড়াশুনা করছেন বর্তমানে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে। ছোটবেলা থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত কবির বেশ কয়টি লেখা কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র - পত্রিকা , লিটয় ম্যাগাজিনগুলো এবং সংকলনে। ইউএসএইড ২০১৯ - এ সেরা পঞ্চাশ গল্পরচিয়তার মধ্যে স্থান পেয়েছেন। এছাড়াও , বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাময়িকীসহ , ব্লগে নিয়মিত লেখেন। বাংলা - কবিতা ডটকমে বেশ সরব ছিলেন। দেশ্মাতৃকাকে ভালোবেসে , দেশ ও মাটির মানুষের জন্যে উনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দর্শনসমৃদ্ধ কবিতা রচয়ন করেন। মানুষের মুক্তি ও উত্তরণ তার লেখালেখির উদ্দেশ্য। শিল্পীর মৃত্যু ...
This breath is century old- the chilling breeze in the bridge, All the bright stars are covered in silver clouds, I have come across a long way- a long way before any of the bridges were built, Everything was meant to melt away like the snow in my hands near the fireplace, I have run in the woods before, I sang the love song earlier before the morning birds chirped, Will my eyes be tired of seeing the endless beauty that these mornings offer? Will my soul be worn out at the peace of such bliss? Love was never meant to be in partiality but it is, It is not wholesome like the solitary mornings, Even the brightest of all the shades fades away in the cruelest noon, The freezing vibes get itchy, But it's at the sunset point after the foggy morning when we meet at the cleared alley, Before that, every bridge has to be burnt that we have crossed, Before that, every soul should die before we become the awakened one! The falsehood of self portrayed by us in various temporalities, Bef...
We are now trapped in the waves of 'Cyber-Colonialism', The watchdogs are watching us, We are under the 'Juju' of the 'Reikies' consuming us, Yes, indeed, we are also consuming what they are feeding us, The unseen wires have draped us, We can't utter a word against them, We are monitored, We can't spread dictation as the dictators are dictating us- through cyber binoculars, Where they can prevent any portrayals different from them, Where they pick their secret 'bot armies' and influencers handing over fame, Only for them to be the handlers of the fate, Fate of mass people, People who will believe what they say, People who will do what they inspire them to do -whatever they have conspired in the closed doors, People will rise, People will die, People will loose hope, People will flee, People will gather, People will be displaced, People will be lost, People will be punished for speaking their truth!...
Comments