One thing I am scared of- falling in love with a person who won't love me completely, eccentrically!
শিল্পীর মৃত্যু
কবি ফারহিন আক্তার ভূঁইয়া ন্যান্সি জন্মেছেন মরুভূমির দেশ আমিরাতের ফুজেরার দিব্বা শহরে। বাবা ফজলুল হক ভূঁইয়ার চাকুরি সূত্রে দুবাইতে অবস্থান করেছেন অর্ধেক জীবন। ফারহিন ন্যান্সি , দেশে এসে পড়াশুনা করছেন বর্তমানে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে। ছোটবেলা থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত কবির বেশ কয়টি লেখা কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র - পত্রিকা , লিটয় ম্যাগাজিনগুলো এবং সংকলনে। ইউএসএইড ২০১৯ - এ সেরা পঞ্চাশ গল্পরচিয়তার মধ্যে স্থান পেয়েছেন। এছাড়াও , বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাময়িকীসহ , ব্লগে নিয়মিত লেখেন। বাংলা - কবিতা ডটকমে বেশ সরব ছিলেন। দেশ্মাতৃকাকে ভালোবেসে , দেশ ও মাটির মানুষের জন্যে উনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দর্শনসমৃদ্ধ কবিতা রচয়ন করেন। মানুষের মুক্তি ও উত্তরণ তার লেখালেখির উদ্দেশ্য। শিল্পীর মৃত্যু ...
Comments